Your hassle-free travel is our priority
Nagori Tourista A community-based local tourism marketplace in Bangladesh providing unique & authentic experiences and our platform wants to merge travelers with Bangladeshi rural homes to preserve the rural heritage and Bangladeshi culture.
Nagori Tourista give huge emphasis for making our client’s tour memorable, a personalized attention is what needed most and counts. We are always trying to put in our best possible endeavors to provide our clients with best of the services in the stipulated budgets. Our team members are trained in giving personal attention to each and every client who visits through us !!! Nagori Tourista A one-stop travel solution for the people who love traveling. We are committed to offering unparalleled travel solutions to customers traveling around the Bangladesh.
#Divine_Lake_Island
কাপ্তাই লেকের অপরুপ সৌন্দর্যের সাথে মনোরম প্রাকৃতিক পরিবেশে ছুটি কাটাতে চাইলে আজই চলে আসুন আমাদের Divine Lake Island-এ।কাপ্তাই লেকের মাঝে মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে আমাদের Island Resort.
কাপ্তাই লেকে প্রিয়জনের সাথে ছুটি কাটাতে চাইলে কিংবা বন্ধুদের সাথে ব্যাগপ্যাক ট্যুরের আয়োজন করতে চাইলে Divine Lake Island হতে পারে আপনার পছন্দের সেরা হলিডে ডেস্টিনেশন।
মনোরম প্রাকৃতিক পরিবেশে ইকো-ফ্রেন্ডলি ডিজাইনে গড়ে তোলা আমাদের প্রিমিয়াম কটেজগুলোতে আপনি আপনার ছুটি আনন্দদায়ক প্রানবন্তভাবে পালন করার সবন আয়োজনই পাবেন। আর তাই প্রিয়জন বা বন্ধুদের সাথে মেতে উঠুন ছুটি উদযাপনে। উপভোগ করুন কাপ্তাই লেকের অসাধারণ সৌন্দর্য, সন্ধ্যায় সবার সাথে মেতে উঠুন বার বি কিউ করতে কিংবা ব্যলকনিতে দাঁড়িয়ে চায়ের কাপ হাতে কাপ্তাই লেকের পানিতে রক্তিম সূর্যের ডুবে যাবার দৃশ্য দেখতে দেখতে হারিয়ে যান নস্টালজিয়ায়।
বুকিং ও অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন এই নাম্বারেঃ 01975555350
উডেন কটেজের সাথে কাপ্তাই লেকের অনিন্দ্য সৌন্দর্য উপভোগ করে চলে আসুন ডিভাইন লেক আইল্যান্ড রিসোর্টে।
আপনার ছুটিকে আরো উপভোগ্য করতে Divine Lake Island আপনাদের আরো দিচ্ছেঃ
- ব্যালকনি সহ এসি/নন-এসি ব্যাম্বু কটেজ
- আধুনিক ওয়াশরুম
- ওপেন ডাইনিং স্পেস
- বার-বি-কিউ
- বোট রাইডিং
- মনোরম লেক ভিউ
- কিডস জোন
- দক্ষ বাবুর্চির তত্ত্বাবধানে মজাদার খাবার
- প্রফেশনাল হাউজকিপিং
- রিল্যাক্সিং লাউঞ্জ
- কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট
আনন্দঘন আর মনোরম পরিবেশে ছুটির আমেজে প্রিয়জনের সাথে সময় কাটানোর আদর্শ জায়গা হচ্ছে আমাদের Divine Lake Island
বুকিং ও অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন এই নাম্বারেঃ 01975555350
পরিবারের সাথে নীল পানির হ্রদ কাপ্তাই এর সৌন্দর্য উপভোগ করতে চলে আসুন Divine Lake Island এ!
শান্ত প্রকৃতির স্নিগ্ধ আমেজ উপভোগ করুন ডিভাইন লেক আইল্যান্ডের সাথে!!!
উডেন কটেজের সাথে কাপ্তাই লেকের অনিন্দ্য সৌন্দর্য উপভোগ করে চলে আসুন ডিভাইন লেক আইল্যান্ড রিসোর্টে।
আমাদের lake view bamboo cottage থেকে উপভোগ করুন কাপ্তাই এর সুন্দর দৃশ্য! চাইলে বিকেলে এক কাপ চা হাতে বারান্দায় বসে সময় কাটিয়ে দিতে পারেন কাপ্তাই এর পারে!
Bamboo Couple Cottage (non ac)
BDT 5,000.00
✓ Bamboo Cottage (non AC) for 2 person
* Flooring bed on wooden floor
* Cruise style Washroom
* Lake & hill view balcony
# Complementary breakfast (within 9:30am)
# Drinking Water & Toiletries
# Pick & Drop by boat (Ashambosti)
Check-in Time: 12 PM
Check-out Time: 10 AM (next day)
B-3, B-4, B-5, B-6, B-7, B-8, B-9
Bamboo Duplex cottage (AC)
BDT 8,000.00
✓ AC Bamboo Duplex for 4 person
* Flooring bed on wooden floor
* Cruise style Washroom (Small)
* Lake & hill view balcony
# Complementary breakfast (within 9:30am)
# Drinking Water & Toiletries
# Pick & Drop by boat (Selected point)
Check-in Time: 12 PM
Check-out Time: 10 AM (next day)
B-1, B-2
Brick Family cottage (AC)
BDT 6,500.00
✓ AC Family Cottage
* 3 person/2 bed
* Lakeview balcony
# Complementary breakfast (within 9:30am)
# Drinking Water & Toiletries
# Pick & Drop by boat (Selected point)
Check-in Time: 12 PM
Check-out Time: 10 AM (next day)
A-3, A-4
Brick Family Cottage (Large⭕AC)
BDT 7,000.00
✓ AC Family Cottage
* 4 person/3 bed
* Outdoor Bathtub
* Lakeview balcony
# Complementary breakfast (within 9:30am)
# Drinking Water & Toiletries
# Pick & Drop by boat (Selected point)
Check-in Time: 12 PM
Check-out Time: 10 AM (next day)
A-1, A-2
⚓Divine Watercraft⚓ 2 days, 1 Night package for 2 Person
BDT 14,000.00
🧭 Five individual (AC) room for 10 person.
🧭 All rooms have attached washroom.
🧭. Each room accommodates two person.
(Per person 7000 and for 2 person 14000 BDT for One Night Two days package)
* ২ দিন ১ রাতের প্যাকেজ (২ জন/১ রুম): ১৪০০০/-
** প্যাকেজে যা যা থাকছে:
✓ ডিভাইন ওয়াটারক্রাফ্ট এ একদিন কাপ্তাই লেক ভ্রমণ
✓ আনলিমিটেড কায়েকিং
✓ বোটের শীতাতপ নিয়ন্ত্রিত রুমে রাত্রিযাপন
✓ দেশীয় ও পাহাড়ের ঐতিহ্যবাহী খাবার
✓ বারবিকিউ নাইট
✓ ট্যুরিস্ট বোটে একদিন দর্শনীয় স্থান ভ্রমণ
খাবার: দু'টো ব্রেকফাস্ট, দু'টো লাঞ্চ, একটি বারবিকিউ ডিনার, একটি ইভনিং স্নেক্স
DW-1, DW-2, DW-3, DW-4, DW-5
বুকিং ও অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন এই নাম্বারেঃ 01975555350
Location :
আমাদের রিসোর্টে গাড়ি নিয়ে আসা যায় না। রাঙামাটি শহরে আপনাকে গাড়ি পার্কিং করে আসতে হবে। রাঙামাটি আসামবস্তি আসতে হবে আমাদের রিসোর্টে আসতে হলে। কাপ্তাই থেকে বোটে করে আসতে হবে ১ ঘন্টা সময় লাগবে আসতে।
Divine Lake Island,Numbuchori, Kaptai Road, Rangamati, Chittagong Division, Bangladesh
বুকিং ও অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন এই নাম্বারেঃ 01975-555350
... See MoreSee Less
সর্বনিম্ন মূল্যে!!!ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল এয়ার টিকেট কিনুন সর্বোচ্চ কম দামে, আপনার টিকেট বুকিং করতে আজই যোগাযোগ করুন। ... See MoreSee Less
#Kaalmegha_Country_Club_&_Resort
#kaalmegh_villa
!!!!!!!!নভেম্বর জুড়ে 20% ডিসকাউন্ট অফার! !!!!!!!!
কালমেঘার সবুজ প্রাঙ্গণে প্রিয়জনের সাথে শীতের আমেজকে একান্তভাবে উপভোগ্য করে তুলতে কালমেঘা দিচ্ছে সর্বোচ্চ 20% পর্যন্ত ছাড়! **শর্ত প্রযোজ্য**
বুকিংয়ের জন্য বা বিস্তারিত জানতে কল করুন: 01975555350
কালমেঘার বাগানবাড়ির নৈসর্গিক সৌন্দর্যের মাঝে হারিয়ে যান আরামে, আয়েশে, আরো সহজে।
ঢাকার কাছে ব্যস্ত জীবনের বাইরে সামান্য স্বস্তির নিশ্বাস নিতে চলে আসুন "কালমেঘা কান্ট্রি ক্লাব এন্ড রিসোর্ট" এ! কালমেঘের মাঝে আধুনিক সব ফাসিলিটি নিয়ে আপনাকে লাক্সারিয়াস একটি অভিজ্ঞতা দেওয়ার জন্য আমাদের ভিলাগুলো ডিজাইন করা হয়েছে!
বুকিং ও অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন এই নাম্বারেঃ ০১৯৭৫৫৫৫৩৫০
এখানে রয়েছে জ্যাকুজিসহ সুইমিং পুল, বারবিকিউ ব্যবস্থা, খোলা জায়গা এবং ভিলা রেন্ট করলে প্রাইভেটলি পাচ্ছেন পুরো ভিলার এরিয়া! এখানে রয়েছে 🏠Royel Villa-1, Presidential Villa - 1 & 2, Super Luxury Villa - 1 & 2, Luxury Villa - 1 & 2 & 3 ও Deluxe Villa- 1 & 2 তে পাচ্ছেন Jacuzzi সহ Private Swimming Pool. যা প্রাইভেটলি বুক করা যায়! এক একটি ভিলার এক এক রকমের বিশেষত্ব রয়েছে!
Escape to Kaalmegha Country Club & Resort🌟
Discover Tranquility in Sreepur, Gazipur.
Take a break from the city and immerse yourself in luxury at Kaalmegha Country Club & Resort. Perfect for families and friends. Our private villas offer an opulent retreat complete with a private pool.
✔Why Choose Kaalmegha:
• Serene Location: Nestled in the peaceful surroundings of Sreepur, Gazipur.
• Luxurious Ambiance: Enjoy the perfect blend of elegance and comfort.
• Exclusive Facilities: Relax in your own private pool and spacious villa.
• Ideal Getaway: Perfect for family vacations, Friends’ gatherings, and a Tranquil escape.
Experience the beauty and tranquility of Kaalmegha Resort. Book your private villa today and create lasting memories.
শহরের ব্যস্ততা ও কোলাহল থেকে দূরে কিছু সময় প্রকৃতির মাঝে কাটাতে চলে আসুন গাজীপুর এ অবস্থিত বিলাসবহুল কালমেঘা কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্টে। উপভোগ করুন কালমেঘা রিজার্ভ ফরেস্ট এর অপরূপ প্রকৃতি এবং দূষণমুক্ত সীমাহীন প্রান্তরের নিস্তব্ধতা।পরিবার-প্রিয়জন কিংবা বন্ধুদের সাথে প্রিয় কিছু মুহূর্ত তৈরি করতে আজই প্রি-বুকিং করুন আপনার পছন্দের ভিলাটি।
বুকিং ও অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন এই নাম্বারেঃ ০১৯৭৫৫৫৫৩৫০
Experience a perfect day at Kaalmegha Country Club & Resort in Gazipur! Enjoy our 'Day Long Package'. Relax in private villas with personal pools, spacious lawns, and modern interiors. Make your day special with us!
Discover the delights of our Day Long Package:
🏡 Private Villa
🏊♂️ Private Swimming with Jacuzzi
🌳 Private Lawn
🪑 Crafted Sitting Bench
🌲 Forest Walk
একা,বন্ধুসহ কিংবা পরিবার অথবা কর্পোরেট "কালমেঘা কান্ট্রি ক্লাব এন্ড রিসোর্ট" এর সবই আছে আপনার অবিস্মরনীয় স্মৃতির ঝাঁপিকে পরিপূর্ণ করতে। পুরো ভিলা, যেমনটি আপনার প্রয়োজন সাজিয়ে রেখেছি আমরা আপনারই জন্য, সাথে আছে মনোলোভা শীতের সব পিঠার আয়োজন।
আমাদের ভিলাগুলোর মধ্যে থেকে দেখতে পারবেন কালমেঘের সুন্দর দৃশ্য! এই ভিলাগুলোর সাথে রয়েছে জ্যাকুজিসহ সুবিশাল প্রাইভেট সুইমিং পুল! এছাড়াও রয়েছে সাইক্লিং ও বারবিকিউ ব্যবস্থা! ইচ্ছে হলে লনের দোলনায় বসে ভিলার সৌন্দর্য উপভোগ করতে পারবেন!
ঢাকার-ময়মনসিংহ হাইওয়ের কাছে গাজীপুরের শ্রীপুরে কালমেঘ রিজার্ভ ফরেস্টের প্রান্তে অবস্থিত Kaalmegha Country Club & Resort এ রয়েছেঃ
🏠 ডুপ্লেক্স ভিলা
🛌 শীতাতপ নিয়ন্ত্রিত এবং ফার্নিশড বেডরুম, সাথে বাথরুম আর বেলকনি
🚴♀️ সাইক্লিং, খেলার মাঠ
🏊♀️ প্রাইভেট সুইমিং পুল, অটোমেটেড জ্যাকুযি
♨️ বার-বি-কিউ
🏡 মেনিকিউরড গার্ডেন, দৃষ্টিনন্দন পদ্মপুকুর এবং মনোরম ফরেস্ট ভিউ
📺 ওয়াইফাই, টেলিভিশন
🍟 উন্নতমানের ক্যাটারিং, হাউসকিপিং
🎵 মিউজিক সিস্টেম
বুকিং ও অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন এই নাম্বারেঃ ০১৯৭৫৫৫৫৩৫০
"কালমেঘা কান্ট্রি ক্লাব এন্ড রিসোর্ট"
Location :
Kaalmegha Country Club & Resort
Talepabad Kalmegha, Shreepur, Gazipur.
✅ Our resort is situated at Sreepur Gazipur.
✔ From Mawna Chowrasta go straight to Jaina Bazar.
✔ From Jaina bazar turn left to go through shailat road until you reach Kalmegh Bazar.
✔ Kaalmegha country club and resort is 3-4 km from Kalmegh Bazar.
# Please don't use Google Map.
Kaalmegha Map Location: goo.gl/maps/SAHXbwEq2Mm9MqRf7.
বুকিং ও অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন এই নাম্বারেঃ ০১৯৭৫৫৫৫৩৫০
#resort #kaalmegh_villa #Presidential_Villa #holidayresort #luxuryresort
#kaalmegha #resort #villabooking #privatevillas #offer #winter_offer #discount_offer #bestresorts
... See MoreSee Less
#Mamata_Palli_Hotel__Resort
শহুরে পরিবেশ থেকে দূরে ঢাকার আশেপাশে নিস্তব্ধ সবুজ পরিবেশে আধুনিকতার ছোঁয়া দিয়ে তৈরি সকল সুযোগ সুবিধা সমৃদ্ধ Mamata Palli Hotel & Resort পরিবার পরিজনের সাথে উপভোগ করুন মনোরম একটি দিন৷ ঢাকা থেকে ৪৫ মিনিট দুরে Zirabo, Ashulia, Savar, Dhaka.
আপনার নাগালের মধ্যে ঢাকা থেকে সামান্য দূরত্বে এই রিসোর্ট। এটা পারিবারিক আউটিং এর জন্য একটি উপযুক্ত জায়গা যেখানে আপনি আপনার ব্যক্তিগত রুম বুক করতে পারেন। পরিবার পরিজন নিয়ে নিরাপদে ছুটি কাটাতে পারেন আমাদের রিসোর্টে !
দেশীয় রান্নার স্বাদ আপনাকে নিয়ে যাবে শহুরে যান্ত্রিক জীবন থেকে চিরচেনা অনুভূতির জীবনে। এছাড়া প্রকৃতির সৌন্দর্য আর শৈল্পিক মনন একত্রে মিলেমিশে একাকার হয়েছে এখানে। যারফলে জায়গাটির সর্বত্র শান্তির আবেশ বিরাজমান।
আপনার বিনোদনের উদ্দেশ্যে আমরা সুইমিং পুল, লন, শিশুদের খেলার এলাকা এবং আরো নানান সুবিধা । মনোরম পরিবেশ তাই বন্ধু, পরিবার কিংবা অফিসের যেকোনো ধরনের অনুষ্ঠান করার ব্যবস্থা রয়েছে আমাদের রিসোর্টে। যেমন পরিবার নিয়ে ডে লং পার্টি, অফিস প্রোগ্রাম, জন্মদিন, গায়ে হলুদ, বিয়ে, পুনর্মিলন ইত্যাদি৷ । আপনি পরিবার বা বন্ধুদের নিয়ে নিরিবিলি ভাবে আয়োজন করে ফেলতে পারেন যেকোনো অনুষ্ঠান।
ঢাকার কোলাহল থেকে দূরে প্রকৃতির সতেজতা ঘেরা একটি উন্মুক্ত জায়গায় পরিবার ও বন্ধুদের নিয়ে একটি দিন উপভোগ করার জন্য আজই যোগাযোগ করুন৷ তাই আর দেরি না আজই বুকিং দিতে বা বিস্তারিত জানতে কল করুন ০১৯৭৫৫৫৫৩৫০
Enjoy Day Long Package : (9 am to 6 pm)
Below are offer price for winter!!
1) Family Suite Tk 10,000/Day (04 Person/Room)
2) Honeymoon Cottage Tk 9,000/Day (2 person/Room)
3) Couple Suite Tk 7,200/Day (02 Person/Room)
4) Premium Room Tk 6,000/Day (02 Person/Room)
5) Deluxe Room Tk 5000/Day (02 Person/Room)
(Includes VAT & Service charge)
Offer Includes :
* AC Room
* Complimentary Lunch
* Swimming pool
* Jacuzzi
* Mini Zoo
* Kids Zone
* Play Ground
* Badminton
* Cricket
* Foot Ball
* Car Parking
* Free Wifi
* Smart TV with Internet Connection.
* Coffee & Tea making Facilities
* Thoughtful Welcome Amenities
* Cloth Iron Facility
* Hair Dryer
* Hot and clod water
* 24/7 Front Desk
* 24/7 Electricity backup including AC
* Outside Garden area.
* In the bosom of Nature. An enchanting Garden full of Natural Beauty.
* And many more.
Enjoy Night Stay Package : ( 1 pm to 11 am)
Below are offer price for winter!!
1) Family Suite Tk 12,000/Day (04 Person/Room)
2) Honeymoon Cottage Tk 10,000/Day (2 person/Room)
3) Couple Suite Tk 8,200/Day (02 Person/Room)
4) Premium Room Tk 7,000/Day (02 Person/Room)
5) Deluxe Room Tk 5,800/Day (02 Person/Room)
(Includes VAT & Service charge)
Offer Includes :
* AC Room
* Complimentary breakfast
* Swimming pool
* Jacuzzi
* Mini Zoo
* Kids Zone
* Play Ground
* Badminton
* Cricket
* Foot Ball
* Car Parking
* Free Wifi
* Smart TV with Internet Connection.
* Coffee & Tea making Facilities
* Thoughtful Welcome Amenities
* Cloth Iron Facility
* Hair Dryer
* Hot and clod water
* 24/7 Front Desk
* 24/7 Electricity backup including AC
* Outside Garden area.
* In the bosom of Nature. An enchanting Garden full of Natural Beauty.
* And many more.
!!!!!!!WINTER Offer for group!!!!!
Day Long Group offer - (9 am to 6 pm)
Tk1999 each person (Minimum 10 person )
(Includes VAT & Service charge)
Breakfast + Lunch + Snacks
Night Stay Group offer - (1 pm to 11am)
Tk3899 each person (Minimum 10 person )
(Includes VAT & Service charge)
Lunch + Snacks + Dinner +Breakfast
Offer Includes :
* Deluxe room
* Breakfast ( 8 am - 10 am)
* Lunch
* Evening snacks
* Dinner for Night Stay
* Swimming pool
* Jacuzzi
* Mini Zoo
* Kids Zone
* Car Parking
* Free Wifi
* 24/7 Electricity
* Outside Garden area.
* In the bosom of Nature. An enchanting Garden full of Natural Beauty.
* And many more.
Location :
Mamata Palli Hotel & Resort
Zirabo, Ashulia, Dewan Idris Sarak, Savar, Dhaka.
Resort Google Map: t.ly/qdp5
আজই বুকিং দিতে বা বিস্তারিত জানতে কল করুন ০১৯৭৫৫৫৫৩৫০
#Resort
#Daylong
#Night_Stay
#Picnic
#Swimmmingpool
#Wedding
#Buffet
... See MoreSee Less
#Kakon_Courtyard
Welcome to Kakon Courtyard this WINTER!!!
An amazing destination restaurant to spend a relaxing day away from the bustling city life which is only a 45mins drive from Dhaka, Purbachal Dhaka. A lovely piece of greenery surrounded by a natural Lake. It will take your breath away. A Family day trip spot amidst lush greenery surrounded by a beautiful lake. Spend a relaxing day with your loved ones in our massive place and feel rejuvenated with our warm hospitality. Attractive rates and high standard facilities are available.
Book now!
Contact Number +8801975555350
Kakon Courtyard is ready for WINTER!!!!
Revamped and Renovated with upgraded facility. YOUR FAVOURITE day out place is now OPEN !
Equipped with Wifi, Rain Lounge, Wheelchair access pathway, Bamboo Huts and our Mouthwatering food!
Escape with your loved ones to our Resort set amidst lush green land surrounded by a breathtaking lake. Our warm hospitality and high standard facilities will surely make your day a memorable one. Plenty of activities, organic vegetable patch, a small petting zoo and variety of flora and fauna are available inside.
High standard facilities are available with attractive rates.
Book now!
Contact Number +8801975555350
We will maintain strict hygiene protocols to ensure you can have a fun and safe outdoor dining experience with your friends and family!
Slots are filling up fast.
Call or inbox us to book your slots - 01975555350
Packages for WINTER!!!!!!!
The most anticipated time of the year. ❄ Winter Offer ❄ Don’t miss out on this offer!
BOOK TODAY! Best Rates in Town.
You know that the slots are filling up fast— Don’t miss out this winter!
‼️OFFER PRICE‼️
Day Long Package weekend
( 2699tk NETT)
Day long Package weekdays
(2400tk NETT)
Lunch Package weekdays
(2200tk NETT)
Sunset BBQ
(2999tk NETT)
Buffet Lunch & BBQ Dinner
(5299tk NETT)
Package includes:
🍬Buffet food
🍬Swimming Pool
🍬Magical Overwater Hammocks
🍬Iconic Bed Swings
🍬Bamboo hut
🍬Kids Playground
🍬Free Wifi
🍬Rain Lounge
🍬Juice Corner
🍬Wheel chair access pathways and washroom.
🍬Fun Activities (Boating, Fishing, Board Games etc)
AC room available charges applied
AC room can be availed by groups, for each group tk6000 for each room.
Package 1 : Day Long Package 9.00 am to 5:00 pm
Adult: 2699tk NETT (Weekend and holidays) Sunday to Thursday and any govt holiday (Weekdays)
Adult: 2400tk NETT Sunday to Thursday (Weekdays)
Child (3-8 years): 1350tk/1200tk ( Means half of adult)
Driver : 1300tk ( Fixed foods)
Description Package includes Welcome drinks, Buffet breakfast, Buffet lunch and Afternoon
Snacks Pitha, entry and a lot of fun activities for the whole day.
Minimum 10 guest is required. But you can contact with us for any question.
Package 2: Sunset BBQ Weekend (2999tk nett)
Adult: 2999tk
Child (3-8 years): 1500tk (Means half of adult)
Driver : 1300 tk with fixed food
4:00pm till 8:00pm
Every Friday and Saturday
Minimum 10 people required
Welcome Drinks, Pitha and BBQ Buffet
Minimum 10 guest is required. But you can contact with us for any question.
Package 3: Lunch and evening snacks (2200tk net)
Adult: 2200tk
Child (3-8 years): 1100tk (Means half of adult)
Driver : 1300 tk with fixed food
12:00pm till 5:00pm
Every weekdays only
Minimum 10 people required
Welcome Drinks,Lunch and evening snacks
Minimum 10 guest is required. But you can contact with us for any question.
Package 4: Buffet Lunch & BBQ Dinner
(5299tk NETT)
Adult: 5299tk NETT
Child (3-8 years): 2650tk (Half of adult)
Driver : tk1900 with fixed foods.
12:00pm till 8:00pm
Available everyday - Minimum 10 guests is required. But you can contact for any question.
Description Packages includes Welcome drinks, Buffet lunch, Afternoon Snacks Pith and after sunset Buffet BBQ Dinner, entry and a lot of fun activities for the whole day.
We have high standard facilities that guests can use. Washroom to freshen up, baby room, semi close shower, a locker to keep their belongings and an open bamboo hut with pillows and cushions where they can rest.
Please check the regulations and policy stated below:
Our facility is for day trips only. There is no night stay available.
Locker is complimentary to keep your bags and belongings.
Loud sound system, video for commercial purposes and shooting is not allowed.
Bamboo Huts, Lounge and Dining space are all shared spaces. Please be mindful of other guests.
Wheelchair access available. Wheelchair access bathroom is also available.
Narcotics and alcohol are strictly prohibited.
This space is booked for family day outs. We prefer this space to be booked for groups of Friends and Family outings and corporate picnics.
Maximum Capacity is 80+ people.
0 to 3 years are free.
3+ to 8 years according to our each package child policy.
Above 8 years is considered adults.
Driver and staff gets set menu food for 50% OF each package. Any staff or driver who enjoys resort facility and have buffet food will pay full price as regular guests.
It's 100% pre-booking system. Reservation and booking confirmation through advance payment (50% advance required) is required to visit us.
Payment Policy :
Please call our reservation to check availability. Call : 01975555350
We will confirm the booking after receiving the 50% advance payment and generate a booking code for you. You will show the booking code on-site upon entering.
Please email us via Email at nagoritourista@gmail.com
ENDLESS FUN AT KAKON COURTYARD
You will never be bored at Kakon Courtyard.It is always fun and games in there. Super exciting things to do for people of all ages!
*Cycling
*Mini Zoo
*Fishing (Additional charges)
*Boating
*Small playground for Toddlers
*Badminton
*Basketball
*Swing
*Hammok
*Lazing in the Bambo hut
*Mini Library
*Board Games
*Prayer Room
*Baby Room
and many more!!!!!
Location :
Kakon Courtyard
Purbachal, Panjora Shukhpara.
Call or inbox to make your reservation: +8801975555350
#Kakon_Courtyard
... See MoreSee Less
দেশের বাইরে ঘুরতে চান তাহলে পাসপোর্ট তো অবশ্যই লাগবে। তাহলে জেনে নিন কারো সাহায্য ছাড়াই নিজে কিভাবে পাসপোর্ট করবেন..
বাংলাদেশে পাসপোর্ট করার জন্য আপনাকে নিজেই আবেদন করতে পারেন। ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট) করতে হলে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে, যা সহজভাবে সম্পন্ন করা যায়। নিচে ধাপগুলো দেওয়া হলো:
ধাপ ১: আবেদন ফর্ম পূরণ
১.১. ই-পাসপোর্ট ওয়েবসাইটে প্রবেশ
প্রথমেই আপনাকে বাংলাদেশ ই-পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে:
১.২. রেজিস্ট্রেশন
যদি আপনি নতুন ব্যবহারকারী হন, তাহলে "Create Account" বা "নতুন একাউন্ট তৈরি করুন" অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনের সময় আপনাকে নিচের তথ্য দিতে হবে:
- নাম
- ইমেইল আইডি
- মোবাইল নম্বর
- পাসওয়ার্ড তৈরি করতে হবে
এরপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাবে, যা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
১.৩. ফর্ম পূরণ
লগইন করার পর আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মে নিচের তথ্যগুলো চাওয়া হয়:
- ব্যক্তিগত তথ্য (নাম, জন্ম তারিখ, ঠিকানা)
- জাতীয় পরিচয়পত্রের নম্বর (NID)
- পেশাগত তথ্য (যদি প্রযোজ্য হয়)
- পাসপোর্টের ধরন নির্বাচন (৫ বছর বা ১০ বছরের মেয়াদ)
১.৪. ফর্ম সাবমিশন ও প্রিন্ট
আপনি যখন অনলাইনে ফর্ম পূরণ করবেন, তখন আপনাকে তা যাচাই করতে হবে। যাচাই করার পর ফর্মটি সাবমিট করে তার প্রিন্ট কপি সংরক্ষণ করুন। এটি পরবর্তীতে প্রয়োজন হবে।
ধাপ ২: পাসপোর্ট ফি জমা করা
২.১. ফি নির্ধারণ
আপনার ই-পাসপোর্টের জন্য ফি নির্ধারিত থাকে। এর উপর নির্ভর করে আপনার জমা দিতে হবে:
- ৫ বছরের মেয়াদ (৩২ পৃষ্ঠা): সাধারণ ৩,৪৫০ টাকা (দ্রুত ফি ৬,৯০০ টাকা)
- ১০ বছরের মেয়াদ (৩২ পৃষ্ঠা): সাধারণ ৫,৭৫০ টাকা (দ্রুত ফি ৯,২০০ টাকা)
২.২. ফি জমা দেওয়ার পদ্ধতি
আপনি নিচের যেকোনো মাধ্যম দিয়ে পাসপোর্ট ফি জমা দিতে পারবেন:
- ব্যাংক ডিপোজিট: নির্দিষ্ট ব্যাংকে গিয়ে সরাসরি জমা দিতে পারেন।
- অনলাইন পেমেন্ট: ব্যাংক ট্রান্সফার, মোবাইল ব্যাংকিং (যেমন বিকাশ, নগদ), অথবা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে পারেন।
ধাপ ৩: বায়োমেট্রিক তথ্য প্রদান
৩.১. নির্ধারিত কেন্দ্রে উপস্থিতি
আপনার ফর্ম এবং ফি জমা দেওয়ার পর আপনাকে একটি তারিখ দেওয়া হবে। সেই তারিখে নির্দিষ্ট পাসপোর্ট অফিস বা ই-পাসপোর্ট সেন্টারে উপস্থিত হতে হবে।
৩.২. প্রয়োজনীয় কাগজপত্র
বায়োমেট্রিক তথ্যের দিন আপনার সাথে নিচের কাগজপত্রগুলো নিয়ে যাবেন:
- প্রিন্ট করা আবেদন ফর্ম
-জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদ
- আগের পাসপোর্ট (যদি থাকে)
- পাসপোর্ট ফি জমার রশিদ
৩.৩. বায়োমেট্রিক প্রক্রিয়া
সেন্টারে গিয়ে আপনাকে নিচের কাজগুলো করতে হবে:
- আপনার ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ)
- আপনার ছবি তোলা হবে
- স্বাক্ষর প্রদান
ধাপ ৪: পাসপোর্ট সংগ্রহ
৪.১. পাসপোর্ট প্রস্তুতির সময়
বায়োমেট্রিক তথ্য জমা দেওয়ার পর পাসপোর্ট প্রস্তুতির জন্য কিছু সময় নেয়। সাধারণত ১৫ থেকে ৩০ কর্মদিবস সময় লাগতে পারে, যদি দ্রুত সেবা না নেন।
৪.২. এসএমএস নোটিফিকেশন
পাসপোর্ট প্রস্তুত হলে আপনাকে মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এছাড়াও ই-পাসপোর্ট ওয়েবসাইটে লগইন করেও আপনার পাসপোর্টের অবস্থা দেখতে পারবেন।
৪.৩. পাসপোর্ট সংগ্রহ
এসএমএস পাওয়ার পর নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে আপনার জাতীয় পরিচয়পত্র এবং প্রাপ্তি স্লিপ দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
পাসপোর্ট প্রক্রিয়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস:
- সব সময় ফর্ম পূরণ করার সময় সঠিক তথ্য প্রদান করবেন।
- ফি জমা দেওয়ার পর রশিদটি সাবধানে রাখুন।
- ছবি তোলার দিন পরিষ্কার পোশাক পরিধান করবেন এবং মুখ পরিষ্কার রাখতে হবে (ধূসর ব্যাকগ্রাউন্ডে ছবি তোলা হয়)।
আপনি পুরো প্রক্রিয়াটি নিজে সম্পন্ন করতে পারেন, কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই।
... See MoreSee Less
বিদেশে পড়তে যাওয়ার ১ বছর আগে থেকেই কি কি করণীয়:
১ :আপনার নাম এবং আপনার পিতামাতার নামের সাথে মিল রেখে সার্টিফিকেটে কোনো ভুল থাকলে তা সংশোধন করবেন, হতে পারে নামের বানানে ভুল বা অন্য কিছু, এ সময়ে একটা জিনিস খেয়াল রাখবেন আপনার পিতামাতার ভোটার আইডিতে যে নাম আছে ঔ নাম ই যেন সার্টিফিকেটে থাকে, মোট কথা আপনার জন্মসনদ, সার্টিফিকেট এবং বাবামার এনআইডিতে যেন সেম নাম থাকে
,
২ পাসপোর্ট তৈরি ঃ পাসপোর্ট তৈরির সময় পূর্বের সার্টিফিটের মতো নাম এবং স্থায়ী ও বর্তমান ঠিকানার দিকে খেয়াল রাখবেন, এমন যেন না হয় জন্মসনদে আছে বর্তমান ঠিকানা বরিশাল কিন্তু পাসপোর্টে কোনোভাবে এসে গেছে নোয়াখালী
,
( ১,২ নং পয়েন্টে কোনোভাবে ভুল হলে এগুলো সংসোধন বিদেশে পরতে যান বা না যান এমনিতেই জরুরি এবং সংসোদন একটু সময় সাপেক্ষ বিষয়)
,
,
৩ SSC, HSC এর নম্বরপএ এবং সার্টিফিকেট বোর্ড থেকে সংগ্রহ করা এবং মাস্টার্সে যেতে চাইলে অনার্সের সার্টিফিকেট বিশব্বিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করে রাখা
,
৪ সার্টিফিকেট সংগ্রহের পর এগুলো শিক্ষা, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা
,
৫ IELTS preparation :আইইএলটিএস পরীক্ষার প্রিপারেশন টা একটু আগে থেকেই নেওয়া ভালো, কারন অনেকের কাঙ্খিত স্কোর তুলতে অনেক বেশি সময় লেগে যায় এবং এই সময়ের কারণে, অনেকে বিশ্ববিদ্যালয়ের সেশন মিস করে ফেলে, যার জন্য এডুকেশন গ্যাপ বেড়ে যায় যার জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে যায়
,
৬ স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকলে আন্ডার-গ্র্যাজুয়েটের স্টুডেন্টদের জন্য SAT/ ACT পরীক্ষা এবং স্নাতকোত্তর ছাত্রীদের জন্য GRE/ GMAT পরীক্ষার প্রস্তুতিতে আগে থেকে নেওয়া ভালো
,
৭ আপনার পরিচিত বা যে সকল শিক্ষকরা আপনাকে ভালো জানে, এই সকল শিক্ষকদের মধ্য থেকে দুইজন টিচারের রেকমেন্ডেশন লেটার সংগ্রহ করে রাখা
,
৮ SOP লেখার প্রিপারেশন ঃ বিদেশে স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য SOP লেখা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রিপারেশন অনেক আগে থেকেই নেওয়া ভালো, যে কিভাবে আপনি এটাকে লিখবেন, এর জন্য অভিজ্ঞ ভাইদের সহযোগিতা নেওয়া বা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা অন্য কোথা থেকে সহযোগিতা নেওয়া এবং নিজের মতো করে এটাকে প্রস্তুতি নেওয়া যাতে SOP ভাষাটা নিজের মতো করে হয়
,
৯ ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল রেখে আপনি যে দেশে পড়তে যেতে চাচ্ছেন ওই দেশের মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় খুঁজে বের করে রাখা এবং যে সাবজেক্টে পড়তে যেতে চাচ্ছেন ওই সাবজেক্টটা যেন আপনার পূর্বের পড়া সাবজেক্ট এর সাথে মিল খায়,ধরেন ধরেন আপনি সায়েন্স থেকে এইচএসসি পাশ করছেন সুতরাং আপনাকে এমন কোন সাবজেক্টই পরবর্তীতে চয়েজ করতে হবে যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল খায় বা ব্যবসা শিক্ষা বিষয় থেকে আগে পড়াশোনা করে থাকলে এমন সাবজেক্ট পছন্দ করতে হবে যেটা যেন ব্যাবসা শিক্ষার সাথে মিল থাকে
,
১০ আপনার বাজেট, আপনার পছন্দের শহর সহ সব কিছু বিষয় মাথায় রেখে মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় বা কলেজ আগে থেকে পছন্দ করে রাখা
,
১১ আপনি যে সকল বিশ্ববিদ্যালয় পছন্দ করবেন সে সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের ডেডলাইনের দিকে খেয়াল রাখা এবং সে অনুযায়ী আগে থেকেই আবেদন করা
,
১২ ভলেন্টিয়ার সংগঠনে যুক্ত ঃআপনি যদি খুব সহজেই বিশ্ববিদ্যালয়ের আবেদন করে সিলেক্ট হতে চান বা স্কলারশীপ পেতে চান এবং সহজেই ভিসা পেতে চান তাহলে কিছু ভলেন্টিয়ার সংগঠনের সাথে যুক্ত থাকা এবং তার যথেষ্ট প্রমাণ সংগ্রহ করে রাখা
,
১৩ বিদেশে গেলে বেশিরভাগ সময় আপনাকে নিজেকে নিজের রান্না করে খেতে হবে সুতরাং আগে থেকেই দেশ থেকে রান্না শিখে যাওয়া টা ভালো
,
১৪ যদি সম্ভব হয় ড্রাইভিং শেখা তাহলে শিখে ফেলুন, ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখুন এবং যদি আরও সম্ভব হয় তাহলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখতে পারেন
,
১৫ যদি সম্ভব হয় তাহলে কম্পিউটারে নিজের স্কিল দেশ থেকে আপগ্রেড করে যান যেমন microsoft-office, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের কাজ শেখা এবং সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে পারেন এটা বিদেশে আপনাকে অনেক সাপোর্ট দিবে
,
আমার কাছে এই ১৫ টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ মনে হয়ছিল, আশা করি অনেকের কাজে আসবে ।
... See MoreSee Less
পাসপোর্ট এ ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাইলে কি কি করতে হবে:
একটি দেশে যখন আপনি ভ্রমণ ভিসায় যাবেন সেখানে কতদিন আপনি অবস্থান করবেন বা কতদিন আপনাকে থাকতে হবে।
বিশেষ করে আমরা যারা গ্রুপ টুরে যাই ,সে ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি। এই ভুল গুলো দিকে একটু নজর দিবেন তাহলে আমরা গ্রুপ টুর এ গিয়ে যেই টাকা গুলো খরচ করছি তা কিছুটা হলে কাজে লাগবে আপনার ট্রাভেল হিট্রি তৈরি করতে বা বাড়াতে ।
অনেক আছে আমরা ট্রাভেল হিট্রি তৈরি করার জন্য থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম,কম্ভডিয়া, মালদ্বীপ,সিলঙ্কা, দুবাই ইত্যাদি দেশ গুলো তে আমরা যাচ্ছি আমাদের ট্রাভেল হিট্রি তৈরি করতে বা আমাদের পাসপোর্ট স্ট্রং করতে। সেজন্য আপনাদের বলি আপনার যেখানেই ট্রাভেল এ যান না কেন নূন্যতম ৭২ ঘন্টা থাকাতে হবে। ৭২ ঘন্টা থাকলে সেই ট্রাভেল হিট্রিটি স্ট্রং হয়।
আপনি একটি দেশে আজকে গেলে কালকে ফিরে আসলেন এটি আসলে ট্রাভেল হিট্রি মধ্যে পরে না। কিছু কিছু দেশ আছে সেখানে আপনাকে দেখাতে হবে যে আপনি আগে যেই দেশে ঘুরতে গিয়েছিলেন সেখানে আপনি কত দিন ছিলেন মানে আপনার পাসপোর্ট এ যে সিল আছে এগুলোর স্কেন কপি দেখাতে হয় এবং লিখে ও দিতে হবে আপনি কত তারিখ গিয়েছে, কত দিন ছিলেন, কত তারিখ এ বের হয়েছেন। আমরা অনেকেই এই বিষয় গুলো জানি না তাই এই ভুল গুলো করে থাকি।
আমরা কম খরছে প্যাকেজ ট্যুর খুঁজি কিন্তু আমরা এটা বুঝি না যে আমাদের ট্রাভেল হিট্রি কখন স্ট্রং হবে কত দিন থাকতে হবে।
আমরা মনে করি আমারা একটা দেশে প্রবেশ করলাম বের হয়ে গেলাম পাসপোর্ট এ দুইটা সিল পরলো এতে ট্রাভেল হিট্রি তৈরি হয়ে গেলে এটা আমাদের একদম ভুল ধারনা এটা ট্রাভেল হিট্রি কাতারে পরে না।
আমি বলছি আপনি কি করে আপনার ট্রাভেল হিট্রি তৈরি করবেন থাইল্যান্ড,কম্ভডিয়া,লাউস, ভিয়েতনাম এই চারটি দেশ আপনি একসাথে ঘুরে আসতে পারেন অথবা থাইল্যান্ডে, কম্ভডিয়া,লাউস এই তিনটি দেশ এক সাথে ঘুরে আসতে পারেন কিন্তু অবশ্যই প্রতিটি দেশে তিন রাত করে অবস্থান করতে হবে।
আরেটি আছে ফিলিপাইন , সিংঙ্গাপুর, মালয়েশিয়া এর সাথে ইন্দোনেশিয়া রাখতে পারেন, আর যদি না যেতে চান তাহলে ইন্দোনেশিয়া স্কিপ করতে পারেন কিন্তু যেই দেশে যান ট্রাভেল হিট্রি স্ট্রং করার জন্য তিন দিন অবশ্যই থাকতে হবে।
আরেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার এক সাথে তিনটি দেশ ঘুরে আসার পর পরবর্তী ট্যুর কিছু দিন সময় নিয়ে পরবর্তী ট্যুর প্ল্যান করা , তা হতে পারে দুই তিন মাস পর পর ।
আর আমরা যদি সিঙ্গেল ভাবে ট্যুর প্ল্যান করি সেই ক্ষেত্রে ও আমারা একটি বিষয় খেয়াল রাখবো যে একটি ট্যুর এর পর যাদে পরবর্তী ট্যুর গ্যাপ যাতে দুই তিন মাস পর পর হয় তাহলে আমাদের স্ট্রং ট্রাভেল হিট্রি ক্রিয়েট হবে।
... See MoreSee Less
অস্ট্রেলিয়ায় ভিজিট ভিসার আবেদন করতে যা যা লাগবে
অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা আপনাকে ১২ মাসের জন্য দেশটিতে যাওয়ার অনুমতি দেয়। এই ভিসাটি পরিবার এবং বন্ধুদের সাথে দেখা করতে, ব্যবসায়িক উদ্দেশ্যে বা ক্রুজে যাওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে।
অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসার সুবিধা: কোনো স্পনসর প্রয়োজন নেই। ভিজিট ভিসা একাধিকবার নেওয়া যায়। আপনি আপনার নিকটস্থ ভিসা অফিসে আবেদন করতে পারেন।
অস্ট্রেলিয়া ভিসা প্রসেসিং এর জন্য যা যা দরকার-
১। পাসপোর্ট (নূন্যতম ৬ মাস মেয়াদ থাকতে হবে)।
২। ব্যাংক ব্যালেন্স নূন্যতম ৫লক্ষ টাকা (জনপ্রতি) সহ বিগত ৬ মাসের ব্যাংক স্টেটম্যান্ট ও সলভেন্সী সার্টিফিকেট ।
৩। ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স ইংরেজীতে অনুবাদসহ নোটারী কপি, কোম্পানী প্যাড ও ভিজিটিং কার্ড ইংরেজিতে।
৪। চাকরিজীবীদের জন্য অফিস থেকে এনওসি লেটার, ভিজিটিং কার্ড ও অফিসের আইডি কার্ডের কপি, স্যালারি অ্যাকাউন্ট স্টেটম্যান্ট এবং সলভেন্সী অথবা পে স্লিপ।
৫। ছবি ১ কপি 35x45mm সাইজ রঙ্গিন, সাদা ব্যাকগ্রাউন্ড, ম্যাট প্রিন্ট।
৬। ন্যাশনাল আইডি কার্ড- এনআইডি (যদি থাকে)।
৭। টি আই এন (টিন) সার্টিফিকেট (যদি থাকে)।
৮। এসেট ডকুমেন্টস (বাড়ি, ফ্লাট, গাড়ি, ফিক্সড ডিপোজিট-এফডিআর ইত্যাদি, যদি থাকে)।
৯। স্পাউস থাকলে তার পাসপোর্ট / ন্যাশনাল আইডি কার্ডের কপি এবং ম্যারিজ সার্টিফিকেট।
১০। সন্তান থাকলে তাদের পাসপোর্ট/ জন্ম সনদ/ ন্যাশনাল আইডি কার্ডের কপি। অধ্যয়নরত হলে স্কুল/কলেজ/ভার্সিটি আইডি কার্ড কপি।
ভিজিট ভিসার জন্য ভিসা ফি: অস্ট্রেলিয়া ভিজিট ভিসার জন্য ভিসা ফি নির্ভর করে আবেদনকারীর নাগরিকত্বের উপর। বাংলাদেশের নাগরিকদের জন্য ভিজিট ভিসার জন্য ভিসা ফি ১৮০ অস্ট্রেলিয়ান ডলার।
ভিজিট ভিসার জন্য প্রয়োজনীয় সময়: অস্ট্রেলিয়া ভিজিট ভিসার জন্য আবেদন প্রক্রিয়া সাধারণত ৪-৬ সপ্তাহ সময় নেয়। তবে, কিছু ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া আরও বেশি সময় নিতে পারে।
#everyonefollowers #follower #travel #australia
@highlight
... See MoreSee Less